ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক চাপায় ইজিবাইকের যাত্রী মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও দুজন। .
আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুর ২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের চেরুমন্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। .
বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ। .
দুর্ঘটনায় নিহতরা হলেন - উপজেলার বিনোদবাড়ি মানপুর গ্রামের মাওলানা নজরুল ইসলামের স্ত্রী হাসিনা খাতুন (৩৫) ও তার মেয়ে আদিবা (৩), অপর জন দাওগাঁও ইউনিয়নের পল্লি চিকিৎসক মৃনাল চন্দ্র দাস (৪২)। .
মুক্তাগাছা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুশান্ত কুমার দে বলেন, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের চেরুমন্ডল এলাকায় একটি কালভার্ট তৈরির কাজ চলছে। এ কারণে রাস্তার এক পাশ দিয়ে গাড়ি চলাচল করছিল। ইজিবাইকটি মুক্তাগাছার দিকে আসার জন্য কাজ চলা রাস্তার একপাশে ওঠার সময় টাঙ্গাইলগামী একটি ট্রাক ইজিবাইককে চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়। এ সময় দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় নিশ্চিত করা যায়নি।.
ওসি ফারুক আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: